প্রজাপতি হবে ব’লে এক ঘোটকীর কান্না

কামরান মীর হাজার  অনুবাদ : অর্জুন বন্দ্যোপাধ্যায় প্রজাপতি হবে ব’লে এক ঘোটকীর কান্না     ১. ক্রমাগত জলের ওপর, দিক্‌চক্রবাল, নদী ভাগ চিরে যাওয়া অক্সাস নদী কিছু একটা দাঁড় করাচ্ছে কেউ অথবা বালির ওপরে কোনো হিন্দু মন্ত্র ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় এবং শব্দের পাদদেশে প্রত্যেকবার কথা হয়ে উঠতে গিয়ে, সংযুক্ত হতে গিয়ে অথবা হয়তো বিসংযুক্ত হতে […]